স্টাফ রিপোর্টার : এবি পার্টির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১১ মে রবিবার বিকাল পাঁচটায় গাজীপুর মহানগর প্রেসক্লাবে এক মতবিনিয় সভা ও কেক কাটা অনুষ্ঠান পালিত হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “রক্তের দামে কিনেছি স্বপ্ন, সাহসী ভোর, সম্মুখে জয়, কাটবে এবার বৈষম্য ঘোর” -এই স্লোগানকে ধারণ করে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
এবি পাটি গাজীপুর জেলা ও মহানগর এর সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি এম আমজাদ খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির জলবায়ু ও সমুদ্র সম্পদ বিষয়ক সম্পাদক প্রিন্সিপাল হুমায়ুন কবির, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীর, এডভোকেট দেবাশীষ রায়, বাসন মেট্রো থানার সদস্য সচিব মমিন মিয়া, কাপাসিয়ার সংগঠক মিজানুর রহমান, আলমগীর ওয়েছী প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে এম আমজাদ খান বলেন, আমরা এমন একটি সময় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি যখন আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক দল যেটিকে আমরা ‘ফ্যাসিস্ট লীগ’ বলে থাকি, সেই দলটির সকল প্রকার কার্যাবলী গতকাল নিষিদ্ধ হয়েছে। আমরা বিশ্বাস করি, সামনে এক মাসের মধ্যে দলটি পুরোপুরি নিষিদ্ধ হবে এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের পথ আরও সুগম হবে।”
এবি পার্টি মনে করে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার মাধ্যমেই আমাদের রাজনৈতিক সার্থকতা।
সভাপতির বক্তব্যে এস এম ইকবাল হোসেন বলেন, এবি পার্টি কোনো গতানুগতিক রাজনৈতিক দল নয়। এবি পার্টি দেশের সকল রাজনৈতিক দলের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করেছে। দলটি অচিরেই দেশের রাজনৈতিক চেহারা পাল্টে দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
মতবিনিময় শেষে কেককাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
You must be logged in to post a comment.